হুমায়ূন কবির, বিশেষ প্রতিনিধি: ঘূর্ণিঝড় রেমাল গত দুই দিন তান্ডব চালিয়ে অবশেষে বিদায় নিল। নামতে শুরু করেছে জোয়ারের পানি। স্বাভাবিক হতে যাচ্ছে পটুয়াখালীর সবকটি উপজেলা। ইতিপূর্বে রেমালের প্রভাবে পটুয়াখালী জেলার সবকটি উপজেলায় প্রচন্ড ঝড় ও দমকা হাওয়া সহ জোয়ারের পানি স্বাভাবিক পানির উচ্চতা থেকে কয়েক ফুট বেশি হওয়ায় জেলার অনেকগুলো গ্রাম পানিতে ডুবে যায় ফলে ঐ সমস্ত এলাকার অনেক ঘর বাড়ি সহ রাস্তা ঘাট বিধ্বস্ত হয়, অনেক বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়, রবি ফসলের ধংস সাধন হয়। ডুবে যায় সমস্ত মাছ ও মুরগির খামার এতে অনেক কৃষক ও খামারীরা দিশেহারা । কয়েকটি উপজেলায় গত তিন দিন ধরে একটানা বিদ্যুৎ নেই ভোগান্তি চরমে। জেলাবাসীর আবেদন ক্ষয় ক্ষতি পরিমাপ করে যথাযথ কর্তৃপক্ষ আশু পদক্ষেপ গ্রহণ করবেন। শুরু হবে আবার আগামী দিনের টিকে থাকার এক নতুন দিন। হয়তো মোকাবেলা করতে হবে রেমালের চেয়ে আরো অনেক বড় কিছু।