চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের রফিক মিয়ার পুত্র আঃ জলিল (৪৫) সে এলাকায় চুরি, ডাকাতি, সহ বিভিন্ন অপরাধ একেক পর এক ঘটিয়ে আসছে। তার বিরুদ্ধে হবিগঞ্জ থানা কোটে বিভিন্ন চুরি, ডাকাতি ও চিনতাইয়ের মামলা রয়েছে। তার উপদ্রবে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এলাকার গ্রামের মানুষ তার বিরুদ্ধে ব্যবস্হ্যা গ্রহণের জন্য এক স্বাক্ষরিত লিখিত অভিযোগ চুনারুঘাট থানায় দায়ের করেছে। অভিযোগে উল্লেখ থাকে য়ে আব্দুল জলিল সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য তার ১০/১২ জনের একদল সংঘবদ্ধ চক্র রয়েছে তাদের কে নিয়েই বিভিন্ন স্হানে চুরি, ডাকাতি, ও অপরাধ ঘটিয়ে আসছে। তার উপদ্রপে এলাকার মানুষ ভয়ে জীবন যাপন করে আসছে। গ্রামের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করলে জলিল তার নিজের শরীর নিজেই জখম প্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে গ্রামের মানুষ কে বিভিন্ন মামলা দিয়ে হয়রানী করে আসছে। চুনারুঘাট উসমানপুর গ্রামের আব্দুল কাদির নামে এক ভুক্ত ভোগী অভিযোগে জানান চোরা আব্দুল জলিল এর বিরুদ্ধে প্রতিবাদ করায় পিতা কাদির ও কলেজ পড়ুয়া ছেলে রায়হান মিয়া কে আসামি করে গত ১১ ডিসেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ক,গ,-০২ আদালত হবিগঞ্জ বরাবরের একটি মামলা দিয়ে হয়রানী করে আসছে। মামলা নং-cR-৮০৩/২৪ ভুক্ত ভোগী আরো জানান তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় ডাকাতি মামলা রয়েছে মামলা নং-জি আর -১২০/২০১৯ইং এবং নারী ওশিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (২) হবিগঞ্জ বরাবরে মামলা রয়েছে মামলা নং-১১/২৩ইং, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমল আদালত হবিগঞ্জ বরাবরের মামলা রয়েছে য়ার নাম্বার CR-৪০৭/২০১৭ ইং
তার বিরুদ্ধে আরো একাধিক থানা কোটে মামলা রয়েছে। বর্তমানে তার এই অপরাধ কর্মকাণ্ডের বিষয় গুলো স্হানীয় ইউ/ পি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারফিন আক্তার প্রশাসনের নিকট তার বিরুদ্ধে ব্যবস্হা নেয়ার জন্য সু দৃষ্টি কামনা করেছে