গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে সবকিছু এক প্রকার নিশ্চিতই ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। পাঁচ বছরের চুক্তিতে চেলসি ছেড়ে রোমায় যোগ দিয়েছেন ট্যামি আব্রাহাম।
চার কোটি ইউরো ট্রান্সফার ফিতে ২৩ বছর বয়সী এই ইংলিশ ফেরায়ার্ডকে দলে টানার বিষয়টি মঙ্গলবার এক বিবৃতিতে নিশ্চিত করে সেরি আর দলটি।
গত বৃহস্পতিবার ইন্টার মিলান থেকে ক্লাব রেকর্ড ট্রান্সফার ফি (৯ কোটি ৭৫ লাখ পাউন্ড) দিয়ে বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকুকে দলে ফেরায় চেলসি।
এর দুই দিন পর শনিবার রোমা ছেড়ে ইন্টার মিলানে যোগ দেন ইতালির রাজধানীর দলটির হয়ে ২৬০ ম্যাচ খেলে ১১৯ গোল করা এদিন জেকো। তার শূন্যতা পূরণেই আব্রাহামকে দলে টানল তারা।
গত মৌসুমে চেলসির যৌথ সর্বোচ্চ গোলদাতা ছিলেন ক্লাবটির একাডেমিতে বেড়ে ওঠা আব্রাহাম। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচে করেন ১২ গোল। ছিলেন গত মৌসুমে ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের সদস্য। সব মিলিয়ে স্ট্যামফোর্ড ব্রিজের দলের হয়ে ৮২ ম্যাচে ৩০ গোল করেছেন আব্রাহাম।
পয়েন্ট তালিকার সাতে থেকে গত লিগ শেষ করা রোমা ২০২১-২২ মৌসুম শুরু করবে আগামী রবিবার, সেরি আয় ফিওরেন্তিনার বিপক্ষে ম্যাচ দিয়ে।