রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে প্রিমিয়ার লিগের দল চেলসির মালিক রোমান আব্রামোভিচকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সরকার। এরপর চেলসি লিগ মৌসুম শেষ করলেও ক্লাবটি বিক্রি করতে পারেননি রাশিয়ান ধনকুবের। সবশেষ খবর, চেলসি বিক্রির লাইসেন্স দিয়েছে যুক্তরাজ্য সরকার।
যুক্তরাজ্যে নিষিদ্ধ হওয়ার পরপরই চেলসি বিক্রির ঘোষণা দেন আব্রামোভিচ। জানিয়েছিলেন, ক্লাব বিক্রির সমস্ত অর্থ দাতব্য সংস্থায় দান করবেন। যে অর্থে সহযোগিতা করা হবে ইউক্রেনে মানবিক সাহায্য প্রার্থীদের।
এরপর ক্লাবটি কিনতে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকজন ধনকুবের। তাদের মধ্যে সর্বোচ্চ দর হেঁকেছিলেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী টড বোহেলি। ৪.২৫ বিলিয়ন ইউরোয় চেলসি কেনার পথে ছিলেন তিনি। কিন্তু সে সময় আব্রামোভিচকে ক্লাব বিক্রি করতে অনুমতি দেয়নি যুক্তরাজ্য।
বুধবার ইউকে সরকারের পক্ষ থেকে ক্লাব বিক্রির ব্যাপারে সবুজ সংকেত আসে।