স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচে মুখোমুখি হয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী ও ফরচুন বরিশাল। ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন ফরচুন বরিশালের পেসার আবু জায়েদ চৌধুরী রাহী। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং করতে নেমে রাজশাহীর ঝড়ো ব্যাটিংয়ের সামনে পড়ে বরিশালের বোলাররা। একের পর এক চার-ছক্কা হজম করতে করতে যখন প্রতিপক্ষের বড় রানের নিচে চাপা পড়ার শঙ্কা জাগছিল, তখন তামিম ভরসা করেন রাহীর ওপর। অন্য বোলাররা যেখানে ভীষণ খরুচে ছিলেন, সেখানে নিজের প্রথম ২ ওভারে রাহী দেন মাত্র ৫ রান। তবে ইনিংসের ৯ম ওভারে নিজের তৃতীয় ওভার করতে এসে প্রথম বলেই হজম করেন ছক্কা। তবে বোলিংয়ের সময় বাঁ পায়ে টান লাগলে রাহীকে মাঠের বাইরে চলে যেতে হয়। চোটের অবস্থা আপাতদৃষ্টিতে গুরুতরই মনে হয়েছে। যন্ত্রণায় মাঠে কাতরাচ্ছিলেন, তাকে প্রাথমিক চিকিৎসা দিতে মাঠেই আসতে হয় মেডিকেল টিমকে। শেষ অবধি স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় রাহীকে।