বিশেষ প্রতিনিধি : শোরের চৌগাছায় ‘চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন’ এর উদ্যোগে ৭০০ ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা ২ টা থেকে সংগঠনের সদস্যরা ইফতারি প্রস্তুত শুরু করে এবং বিকাল ৫টার পর থেকে চৌগাছা ভাস্কর্যের মোড়ে তারা ইফতার বিতরণ করে ছিন্নমূল মানুষের মাঝে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী জনাব মোঃ বখতিয়ার হোসেনের দিকনির্দেশনায় ও সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাহীন কবির, শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আলামিন হুসাইন, অর্থ সম্পাদক গোলাম রাব্বি, জিয়াউর রহমান, নুর-আলম সিদ্দিকী, বিলটু হোসেন, আনিচুর, জাহিদুল ইসলাম, মমিনুর রহমান, সোহেল রানা, ইমরান হোসেন, সুজন ইসলাম সহ এসময় সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগান’কে ধারণ করে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। যশোর জেলার চৌগাছা উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন’। “আসুন মানবতার হাত বাড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়াই”। এই আহবানে ৩ জানুয়ারি ২০২১ সাল থেকে শুরু হয় এই সেচ্ছাসেবী সংগঠনের পথচলা। “ধনী-গরিব, মুসলিম-অমুসলিম নির্বিশেষে; রক্তের প্রয়োজনে আমরা আছি আপনাদের পাশে”। এই প্রতিশ্রুতি নিয়ে রক্তদান কর্মসূচীর মাধ্যমে মানবতার সেবায় একধাপ এগিয়ে চলেছে সংগঠনটি।
শুরু থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো, নগদ অর্থ দিয়ে সাহায্য করা, হুইল চেয়ার কিনে দেয়া, দুর্ঘটনায় আহতদের আর্থিক সাহায্য, মাদ্রাসায় আর্থিক সাহায্য ও ছাত্রদের কোরআন শরীফ প্রদান, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, মাহে রমজানে ইফতারি বিতরণ, করোনা কালীন মাস্ক বিতরণ। এমন অনেক সেবামূলক কাজ করে আসছেন এই সংগঠনটি। তারা জানান আমরা সবসময়ই মানবতার কল্যাণে কাজ করে যাবো, ইনশাআল্লাহ্।