1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

চৌমুহনীতে ভোক্তা অধিকারের অভিযান; নকল ক্যাবল বিক্রিয় ও মূল্য তালিকা মুছে পেলার দায়ে ৩০,০০০ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

মো মহসিন, উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ নোয়াখালী: নোয়াখালীর চৌমুহনী বাজারে নকল ক্যাবল বিক্রিয় ও মূল্য তালিকা মুছে পেলার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে নোয়াখালী জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক নকল ক্যাবল বিক্রিয় ও মূল্য তালিকা মার্কার দিয়ে মুছে গোপন করায় দায়ে এ জরিমানা করা হয়।

চৌমুহনী বাজারের করিমপুর সড়কে নোয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরবি নকল ক্যাবল বিক্রিয় ও মূল্য তালিকা মার্কার দিয়ে মুছে গোপন করায় দায়ে মেসার্স নিজাম ইলেকট্রনিক্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ৩০,০০০ টাকা জরিমানা আরোপ করেন। এছাড়াও ভবিষ্যতে এধরনের নকল পণ্য ও মূল্য তালিকা গোপন না করার জন্য সতর্ক করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি