চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবিলে শীর্ষ ৭টি দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরের আসরে খেলার যোগ্যতা অর্জন করবে। আয়োজক হিসেবে পাকিস্তান টুর্নামেন্টে সরাসরি অংশ নেবে। ৭ ম্যাচে এক জয় ও ছয় পরাজয়ে টেবিলের নয়ে আছে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে জিততে না পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির পরের আসরে লাল-সবুজের দলের খেলার আশা শেষ হয়ে যাবে।
কলকাতার ইডেন গার্ডেন্সে মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের এ অলরাউন্ডার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সাংবাদিকদের লক্ষ্য করে অবাক করা মন্তব্য করেছেন।
মিরাজের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০২৫ সালে খেলতে না পারে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কত বড় বিপর্যয় হবে? ২৬ বর্ষী ক্রিকেটার হাসতে হাসতে বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি যদি না খেলতে পারি, এটা আমাদের সবার জন্যই খারাপ লাগবে। আপনাদের (সাংবাদিকদের) জন্যও খারাপ লাগবে! কারণ আপনারাও তো কভার করতে পারবেন না।’
বিশ্বকাপে একের পর এক ম্যাচ হেরে ২ ম্যাচ হাতে থাকতেই প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে লাল-সবুজের দল। জয়ের মুখ না দেখার জন্য বাজে পারফরম্যান্সের পাশাপাশি ভাগ্যকেও দায়ী করলেন মিরাজ।
‘দিন শেষে আমাদের ভাগ্যটাও কাজ করছে না। আমরা চেষ্টা করছি, কেউ তো খারাপ খেলাতে চায় না। দিন শেষে সবাই চেষ্টা করছে, ভাগ্য সহায় হচ্ছে না। ব্যাটাররা শট খেললেই হাতে চলে যাচ্ছে, এরকম তো কখনো হয়নি। শেষ তিন বছরে ওয়ানডে আমরা খেলেছি। আমার কাছে মনে হয় ভাগ্য কম কাজ করছে। আমরা বিশ্বাস করি অবশ্যই বাংলাদেশ ঘুরে দাঁড়াব।’
‘আমরা অনুশীলন করছি, পরিকল্পনা করছি। ভাগ্য থাকা লাগবে, তা না হলে সম্ভব না। আল্লাহর রহমত থাকা লাগবে। এমন বেশিদিন যাবে না, আমরা ঘুরে দাঁড়াব। এরকম কখনই হয়নি, আমাদের ভাগ্য সহায় হচ্ছে না। আমরা অনুশীলন করছি, পরিকল্পনা করছি। ভাগ্য থাকা লাগবে, তা না হলে সম্ভব না। আল্লাহ’র রহমত থাকা লাগবে। এমন বেশিদিন যাবে না, আমরা ঘুরে দাঁড়াব।’