নুরুল ইসলাম নাহিদ, কালিয়াকৈর গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলামিন হোসাইন (২০) নামে এক ছাত্রলীগ নেতা কুপিয়ে হত্যার ঘটা ঘটেছে। এ ঘটনায় কামরুল হাসান নামে আরও এক নেতা আহত হয়েছেন। তারা কলেজ শাখা ছাত্রলীগের সদস্য। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
নিহত আলামিন হলো উপজেলার বরিয়াবহ এলাকায় মোতালেব হোসেনের ছেলে (২০)।
শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার জাতির বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিদায় অনুষ্ঠান ছিল গতকাল বুধবার। দ্বিতীয় বর্ষের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খান গ্রুপ ও কলেজের দ্বাদশ শ্রেণি কমিটির ছাত্রলীগের সভাপতি আলামিন হোসাইন গ্রুপের মধ্যে মারামারি হয়। আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি সমাধানের জন্য দুই গ্রুপ কলেজ হাজির হয়। এ সময় ইমন খানের নেতৃত্বে ৩০-৪০ জন ছাত্রলীগের কর্মীরা বৃহস্পতিবার দুপুরে মোকদম প্লাজার সামনে আলামিন হোসাইন ও কামরুলকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। কামরুল হাসানকে গুরুতর অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার ওসি এফ এম নাসিম আহমেদ বলেন আসামিদের ধরে দ্রুত বিচারের আওতায় আনা হবে। তাদেরকে ধরার অভিযান চলছে।