আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ভোট বিরোধিতাকারীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে দেশের জনগণ।
আজ রোববার সকালে রাজধানীর আবুজর গিফারী কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নাছিম বলেন, আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল। গত ১৫ বছরের উপহার উন্নয়ন ও সমৃদ্ধি। ভোট বিরোধীতাকারীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশের জনগণ ভোট কেন্দ্রে আসছেন। শেখ হাসিনার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আমরা নিশ্চয়ই বিপুল ভোটে বিজয়ী হবো।
তিনি বলেন, সব জায়গায় নির্বাচনকে ঘিরে মানুষের ভিতরে স্বতঃস্ফূর্ততা আছে। বয়স্ক মানুষরাও ভোট দিতে চলে এসেছে। এই শীতের সকাল তাদের আটকাতে পারেনি। তরুণরা অনেকেই আমাকে বলেছে তারা এবার প্রথম ভোট দিচ্ছে। তরুণদের মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে তা অত্যন্ত চমৎকার।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। কারণ, জনগণ তাদের বিশ্বাস করে না, সেটি তারা জানে। তারা এবং তাদের পক্ষের কিছু দল নির্বাচন বয়কট ও বর্জন করে নানা ধরনের কর্মসূচি দিচ্ছে। তারা এসব কর্মসূচির নামে জনজীবনে ভোগান্তি সৃষ্টি করছে। দেশের মানুষ এমন ভোগান্তি থেকে মুক্তি চায়।
বাহাউদ্দিন নাছিম সকাল সাড়ে আটটার দিকে আবুজর গিফারী কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন। তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় ভোট দিতে আসা শতবর্ষী শিরিয়া বেগমের শারীরিক খোঁজখবর নেন বাহাউদ্দিন নাছিম। এরপর তিনি পোলিং বুথ পরিদর্শন করেন।