ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের সবার নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জনগণ সচেতন হতে হবে। জনগণকে সচেতন করা গেলেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
বুধবার (১২ জুলাই) পশ্চিম ধানমণ্ডির মধুবাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
তাপস বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। বুঝতে হবে সামগ্রিক জলবায়ু, আবহাওয়া ও ভৌগলিক অবস্থান এবং পরিবেশের কারণে এইডিস আমাদের দেশে বিস্তৃত হয়েছে। এটাকে রোধ করতে হলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।