জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় বিএনপি নির্বাচনকে ভয় পায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে টেলিভিশন রিপোর্টাস ইউনিটি অব বাংলাদেশ ট্রাবের স্বাধীনতার ৫০ বছর ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শেষে এ কথা বলেন তিনি।
এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, নির্বাচন যখন হবে নির্বাচন কমিশনের অধীনেই হবে। সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার করার কোনো সুযোগ নেই বলে জানান তিনি।
তিনি বলেন, বর্তমান সরকারই সেসময় নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যে নামেই ডাকা হোক না কেন সেই সরকারের দায়িত্ব পালন করবেন।
যখন নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। তখন বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার বলুন আর তত্ত্বাবধায়ক সরকার বলুন সে সরকারের দায়িত্ব পালন করবে।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির দুই নেতা খালেদা জিয়া ও তারেক রহমান দুজনই নির্বাচন করতে পারবে না বলে সেজন্য তারা নির্বাচন নিয়ে উৎসাহী নয়।
বিএনপি মহাসচিব দেশের জিডিপি প্রবৃদ্ধি সঠিক নয় বলে যে মন্তব্য করেছেন তার জবাবে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সময়ের উন্নয়ন স্বীকার করতে কষ্ট হয় বলে তা মানতে চায় না। দেশের মানুষের যে অগ্রগতি হয়েছে এটি তাদের পছন্দ নয়।