1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন

জনমত যাচাইয়ের প্রস্তাব গ্রহণযোগ্য নয় : আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচন কমিশন গঠন বিলে জনমত যাচাইয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা যে প্রস্তাব দিয়েছেন সেটি গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তবে তিনি এই মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, আমি বিরোধী দলের সংসদ সদস্যদের এই প্রস্তাব প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করব। যদি সেটি না হয় তাহলে সংসদ সদস্যরা নির্বাচন কমিশন গঠনে যে বিল এনেছেন সেটি গ্রহণ করতে মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করব।

আনিসুল হক আরও বলেন, সংসদের বাইরে যারা নির্বাচন কমিশন আইন তৈরি নিয়ে এতদিন কথা বলেছেন; আমি সংসদ সদস্যদের কথা বলছি না; এ ইস্যুতে একটা আন্দোলন তারা তৈরি করতে চেয়েছিলেন। যখন আইন তৈরি হয়ে গেলো, এখন আর আন্দোলনের মসলা নেই, তাই বলছে তড়িঘড়ি কেন করছেন?’

এসময় তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন) প্রস্তাবিত নির্বাচন কমিশন আইনের সঙ্গে সরকার প্রস্তাবিত নির্বাচন কমিশন আইনের মিল ও অমিল নিয়ে কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘বর্তমানে সরকার প্রস্তাবিত নির্বাচন কমিশন আইন অনুযায়ী স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে সার্চ কমিটিকে কাজ করতে হবে। নির্বাচন কমিশনের যোগ্যতা কেমন হবে সে বিষয়ে আইনে নির্দেশনা আছে। সে নির্দেশনা সামনে রেখে সার্চ কমিটিকে কাজ করতে হবে। ’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি