1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

জন্ম-মৃত্যু-নিবন্ধন কার্যক্রমে দেশ সেরা মোল্লাহাটের ইউএনও

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম তালিকার শীর্ষে অবস্থান করে সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী।
এছাড়া এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন মেহেরপুর জেলার গাংনী ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারগণ।
জানাগেছে, ৪ নভেম্বর, খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের জন্ম-মৃত্যু নিবন্ধন মনিটরিং সেল, অক্টোবর মাসের জন্ম ও মৃত্যু নিবন্ধন পারফরমেন্সের এই তালিকা প্রকাশ করেন। উক্ত তালিকায় মোল্লাহাট উপজেলার শতকরা অর্জন ২৮৬ শতাংশ, যা সারা দেশের সকল উপজেলার মধ্যে সর্বোচ্চ পয়েন্ট। হরেকৃষ্ণ অধিকারী এর পূর্বে তিনবার এ বিষয়ে তিনি বিভাগে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন ।
দেশ সেরা নির্বাচিত হওয়ায় তার অনুভূতি জানতে চাইলে তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, যে কোন বিষয়ে শীর্ষস্থান অর্জন মানেই কাজের প্রতি আরো আস্থা বেড়ে যাওয়া। এছাড়া নতুন নতুন কাজে মননিবেশ ও আন্তরিকতা সৃষ্টি হয়। নাগরিকদের সকল প্রকারের সেবা প্রদানের ক্ষেত্রে জন্ম মৃত্যু-নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই এ বিষয়টিকে কোনভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। বয়সের জটিলতা, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, চাকুরী, দলিল সহ সকল প্রকার কাজে জন্ম মৃত্যু নিবন্ধন অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। তাই আমাদের সকলের উচিত সঠিক সময়ে জন্ম-মৃত্যু নিবন্ধন করা। প্রথম বারের মত মোল্লাহাট উপজেলাকে তালিকায় প্রবেশ ও প্রথম স্থান অর্জনের জন্য নির্বাহী অফিসারকে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব সিকদার জামাল উদ্দিন, জামায়াতের সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ সহ মোল্লাহাটের বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি