আশীষ বিশ্বাস, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে প্রয়াত মেয়র ইলিয়াস হোসেন বাবলুর ছেলে নাসিব সাদিক হোসেন (নোভা) বিজয় অর্জন করেছেন। বেসরকারি ফলাফলে নারিকেল গাছ মার্কায় ভোট পেয়েছেন ১২ হাজার ৫শত ৯১টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী রেল ইঞ্জিন প্রতিকে ভোট পেয়েছেন ৮ হাজার ৭ শত ৬৭ এবং জামাত সমর্থিত প্রভাষক ছাদের হোসেন পেয়েছেন ৩ হাজার ৩ শত ৫৪টি। বিষয়টি জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন নিশ্চিত করেছেন।
উল্লেখ্য জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু গত ১৯ জানুয়ারি রাতে কম্বল বিতরণের সময় অসুস্থ হলে তাকে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়রের মৃত্যুর পরপরই এই পদটি শূন্য হয়। রোববার(২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা এই উপ- নির্বাচনটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ১শত ৯১জন, এদের মধ্যে পুরুষ ভোটার ১৮হাজার ৭শত ৭৪ ও নারী ভোটার ১৮হাজার ৪শত ১৭ জন।