1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন

জলবায়ু পরিবর্তন মানবজাতির জন্য হুমকি : জন কেরি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

মার্কিন জলবায়ু বিষয়ক দূত জন কেরি মঙ্গলবার বলেছেন, বৈশ্বিক উষ্ণতা সমগ্র মানবজাতির জন্য হুমকি এবং এ বিষয়ে ‘বৈশ্বিক নেতৃত্বের’ প্রয়োজন। বেইজিংয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
কেরি চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইকে বলেন, জলবায়ু ইস্যুটি ‘বৈশ্বিক বিষয়।’ তিনি বলেন, আপনি জানেন, এটি একটি বৈশ্বিক সমস্যা, দ্বিপাক্ষিক সমস্যা নয়। এটি সমগ্র মানবজাতির জন্য হুমকি।’
তিনি আরও বলেন, ‘আমরা খুব আশাবাদী যে, কেবল জলবায়ু ট্র্যাকে আপনার, আমার এবং আমাদের মধ্যে কথোপকথনের সূচনা হতে পারে না, তবে আমরা বৃহত্তর সম্পর্কের পরিবর্তন শুরু করতে পারি, বিশ্ব সত্যিই এটির জন্য আশা করে এবং এটির প্রয়োজন।’
চীন-মার্কিন সম্পর্ককে আরও বিস্তৃত ও পরিপূর্ণ করার বিষয়ে কেরি গুরুত্বারোপ করে বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্পর্কের মধ্যে স্থিতিশীলতার জন্য অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ, তবে একসাথে লক্ষ্য অর্জনের জন্য বিশ্বে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট খুবই প্রত্যয়ী, তিনি প্রেসিডেন্ট শি (জিনপিং) এর সঙ্গে তার সম্পর্ককে মূল্য দেন এবং আমি মনে করি প্রেসিডেন্ট শি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তার সম্পর্ককে মূল্যায়ন করেন। আমি জানি তিনি এগিয়ে যেতে ও গতিশীল পরিবর্তন করতে সক্ষম হওয়ার অপেক্ষায় আছেন।’
‘আমাদের আশা এখন এটি সহযোগিতার একটি নতুন সংজ্ঞা এবং আমাদের মধ্যে পার্থক্যগুলো সমাধান করার সূচনা হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা উভয়েই জানি যে প্রকৃত পার্থক্য রয়েছে।’ ‘তবে আমরা অভিজ্ঞতা থেকেও জানি আমরা যদি এটিতে কাজ করি তবে আমরা সামনের পথ এবং এই চ্যালেঞ্জগুলো সমাধান করার উপায় খুঁজে পেতে পারি।’
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি