জলাবদ্ধতার মধ্যেই চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী। রবিবার (৬ আগস্ট) সকালে জলাবদ্ধতা আর বৃষ্টি উপেক্ষা করে নগরের মুরাদপুর এলাকায় এই বিক্ষোভ মিছিল করে।
নগর জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অংশ নেয়। তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত নেতা ডা. শফিকুর রহমানসহ আটককৃত সকল নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ সারাদেশে সভা সমাবেশ করার সাংবিধানিক অধিকার না দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করে তারা।
চট্টগ্রামে সমাবেশ-মিছিল করতে পুলিশের কাছে আবেদন করলেও পুলিশের অনুমতি ছাড়াই মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশ করে যাচ্ছে দলটি। কৌশলী জামায়াত পুলিশকে অনেকটা ঘুমে রেখেই মিছিল-সমাবেশ সেরে নিচ্ছে।
পুলিশ আরও জানান, মোবাইল টিমের গাড়ি
নষ্ট হয়ে পানিতে পড়ে আছে। সেই সুযোগে
তারা মিছিল করেছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বলেন, ‘জামায়াত মিছিল করেছে কি, করেনি আমরা জানিনা। কারণ সব জায়গায় মানুষ পানিবন্দি। শুনেছি করেছে তবে আমরা বেপারটা দেখছি। ভিডিও ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে’ তবে মিছিলের জন্য সিএমপি থেকে তাদের কোনো অনুমিত নেই বলে জানান ওসি।
তিনি আরও বলেন, যেহেতু সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। ২ নম্বরের দিকে আমাদের মোবাইল টিম ছিল। আমাদের মোবাইল টিমের যে গাড়িটা ছিল রাতে সেটা নষ্ট হয়ে পড়ে আছে পানিতে। ওই টিম এখনও আসতে পারেনি। সেই ফাঁকে তারা (জামায়াত) একটু সুযোগ পেয়েই হয়তো তিন-চার মিনিটের একটা মিছিল করেছে। ২ নম্বর গেটে থাকা মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই জামায়াত মিছিল শেষ করে চলে গেছে।
ওসি নাজিম উদ্দিন আরও বলেন, ‘জামায়াত নেতারা এ মিছিলটি কয়টার দিকে করেছে তা সিসিটিভি ফুটেজ চেক করলে বুঝা যাবে। তবে ধারণা করা হচ্ছে, সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে হতে পারে।