সাত বছর ইংলিশ ফুটবলে কাটিয়ে ফের জার্মানিতে ফিরলেন গ্রানিত জাকা। আর্সেনাল ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে বায়ার লেভারকুজেনে যোগ দিলেন সুইজারল্যান্ডের এই মিডফিল্ডার।
বুন্ডেসলিগার দলটি এক বিবৃতিতে ৩০ বছর বয়সী এই ফুটবলারকে দলে টানার কথা জানায়। ট্রান্সফার ফি অবশ্য প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, তাকে পেতে লেভারকুজেনের খরচ হচ্ছে আড়াই কোটি ইউরো।
আর্সেনালের সঙ্গে জাকার চুক্তির মেয়াদ বাকি ছিল আরও এক বছর। তবে গত মৌসুম শেষ হওয়ার আগে থেকেই ধারণা করা হচ্ছিল ক্লাব ছাড়তে পারেন তিনি। ২০২২-২৩ মৌসুমে ঘরের মাঠে শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান আর্সেনাল সমর্থকরা।
জাকা এর আগে চার বছর জার্মান ফুটবলে কাটান বরুশিয়া মনশেনগ্লাডবাখের হয়ে। সেখান থেকেই ২০১৬ সালে যোগ দেন আর্সেনালে। ২০১৯ সালে পান দলের নেতৃত্ব। প্রিমিয়ার লিগের দলটির হয়ে সব মিলিয়ে তিনি খেলেছেন ২৯৭ ম্যাচ। ২৩ গোলের পাশে অ্যাসিস্ট আছে ২৯টি।
আর্সেনালের দুটি এফএ কাপ জয়ে অবদান রাখেন জাকা। গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত রানার্সআপ হয় লন্ডনের ক্লাবটি।