জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
আজ শনিবার দুপুরে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস.এম মঞ্জুরুল হক মঞ্জুর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
একই সঙ্গে আইইবির নবনির্বাচিত মহিলা কমিটির চেয়ারপার্সন ইয়াসমিন রহমান ও সদস্য সচিব আসমা মঞ্জু নেতৃত্বে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ এর ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
এ সময় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. কাজী খায়রুল বাশার, ইঞ্জি. মো. নুরুজ্জামান, ইঞ্জি. খন্দকার মোর্শেদ, সহকারী সাধারন সম্পাদক ইঞ্জি. মো. আবুল কালাম হাজারী, ইঞ্জি. মো. রনক আহসান, ইঞ্জি. অমিত কুমার চক্রবর্তী এবং ইঞ্জি. শেখ তাজুল ইসলামসহ আইইবি’র কেন্দ্রীয় কাউন্সিলের নবনির্বাচিত প্রকৌশলী, বিভিন্ন বিভাগ, কেন্দ্র ও উপকেন্দ্রের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সম্পাদকবৃন্দ এবং আইইবি’র মহিলা কমিটির কো-চেয়ারপার্সন মাকসুদা আহমেদ চাঁদনী, খন্দকার ফারাহ জেবা, পারভীন সুলতানা, উরণী ইসলাম, মহিলা কমিটির সহকারি সদস্য সচিব শায়লা নুর, ডা, আয়েশা সিদ্দিকা, ডা. পূজা ভট্টাচার্য, ডা মুশফিকা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানসহ বিভিন্ন প্রকৌশল বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নেতারা সমাধি সৌধ কমপ্লেক্সে প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন এবং স্বাক্ষর করেন।