অস্ট্রিয়ার ভলকার তুর্ককে বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে সংস্থাটির সাধারণ পরিষদ।
এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তুর্ক কে চিলির মিশেল বাশেলেটের স্থলাভিষিক্ত করতে প্রস্তাব দিয়েছিলেন, যার মেয়াদ গত ৩১ আগস্ট শেষ হয়েছে। তুর্ক বর্তমানে গুতেরেসের দফতরে আন্ডার সেক্রেটারি-জেনারেল ফর পলিসি হিসেবে কাজ করছেন।
জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রদূত লিসা কার্টি বলেন, ‘তুর্ককে অবশ্যই বিশ্বব্যাপী মানবাধিকারের জন্য একটি স্বাধীন, নিরপেক্ষ ও অবিচল কণ্ঠস্বর হিসেবে কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘হাই কমিশনারকে অবশ্যই মানবাধিকার লঙ্ঘন ও অপব্যবহার যেখানেই ঘটুক না কেন, তা দূর করার ইচ্ছা পোষণ করতে হবে।’
এই পদের জন্য অন্য প্রার্থীদের মধ্যে ছিলেন আর্জেন্টিনার ক্যারিয়ার কূটনীতিক ফেডেরিকো ভিলেগাস এবং সেনেগালের অ্যাডামা ডিয়েং, যিনি পূর্বে গুতেরেসকে গণহত্যা প্রতিরোধে পরামর্শ দিয়েছিলেন।