ফজলুল কাদের, জেলা প্রতিনিধি: সারাদেশের মতো নোয়াখালী জেলায় জেলা বিএনপির ব্যানারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৬ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২৪ উদযাপন উপলক্ষে নোয়াখালী শহীদ ভুলু স্টুডিয়াম অউট ডোরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি’র সভাপতি গোলাম হায়দার বিএস সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সদর আসনের সাবেক এম পি আলহাজ্ব মোঃ শাহজাহান।
সভা পরিচালানা করেন জেলা বিএন পির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান। জেলার বিভিন্ন উপজেলা ও শহর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা কর্মী বর্ণাঢ্য মিছিল নিয়ে সমাবেশে হাজির হয়।
বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দল ও মানুষের জন্য কাজ করার আহবান জানান মোঃ শাহজাহান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল নির্দেশনা মেনে চলারও অনুরোধ করেন তিনি।
এসময় বক্তারা আওয়ামীলীগারকে যেনো কোনো অবস্থাতেই সহযোগিতা না করা হয় এমন আহ্বান জানান উপস্থিত সকল নেতাকর্মীদের।
বক্তারা এসময় আরো বলেন, বাংলাদেশে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু আওয়ামীলীগের প্রেতাত্মারা এখনো আছে। তাদের যেকোনোভাবে প্রতিহত করার ঘোষণা দেন তারা।
কিছু কর্মী ক্ষোভ প্রকাশ করে বলে,আওয়ামীলীগের লোকজন বিএনপিতে এসে ভীড় জমাচ্ছে, কিছু নেতা তাদেরকে আশ্রয় দেয়ার চেষ্টা করছে এতে ত্যাগীরা বঞ্চিত হচ্ছে। সিনিয়র নেতৃবৃন্দ যেনো তাদের দলে আশ্রয় না দেয় এ ধরনের অনুরোধ করে।পরে এক বর্ণাঢ্য রেলি প্রদান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাজারে গিয়ে সমাপ্তি হয়।