কুমিল্লা থেকে জাহিদ হাছান: জাতীয় সাংবাদিক সংস্থা মুরাদনগর উপজেলার শাখার সাংবাদিক দের সাথে মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, শনিবার বিকালে মুরাদনগর উপজেলা সদরে একটি অফিস কক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা মুরাদনগর উপজেলার শাখার সভাপতি এম কে আই জাবেদের সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইনিস্টিউটের পরিচালক প্রশাসন মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা সভাপতি সাংবাদিক মোঃতরিকুল ইসলাম তরুন,স্বাগত বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, সংগঠনের মুরাদনগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রায়হান চৌধুরী, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মনিরুল ইসলাম খান, এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক সাংবাদিক শাখাওয়াত হোসেন তুহিন, সাংবাদিক সাজ্জাদ হোসেন, সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন বলেন দক্ষ সাংবাদিক হতে হলে প্রশিক্ষনের বিকল্প নেই, এসময় আরো বলেন মুরাদনগর উপজেলার বাঁছাই কৃত নতুন ও মানের পত্রিকার প্রতিনিধি দের দক্ষ সাংবাদিক গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই, অতিসহসাই মুরাদনগর উপজেলা বাছাই কৃত সাংবাদিকদের ও জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির একটি দলকে প্রশিক্ষণ দেওয়ার আশ্বাস দেন।