উল্লেখ্য যে, এমজি কিবরিয়া চৌধুরী ১৯৬৬ সালের ৪ ই- জুলাই নোয়াখালী সদর উপজেলার দেবীপুর গ্রামের এক সবভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন । পিতা মৃত্যু মৌলভী সিরাজ উদ্দীন ছিলেন একজন ধর্ম প্রণ মুসলিম ও সমাজ সেবক । মাতা খোদেজা খাতুন একজন আদর্শ গৃহিনী ও সমাজ। সেবক ।
এমজি কিবরিয়া চৌধুরী শৈশব জীবন কাটান নিজ গ্রামে । লেখাপড়ার পাশা পাশি তিনি সেবা মুলক কাজের সাথে জড়িত ছিলেন । ছাত্র অবস্থায় গরীব অসহায় ছাত্র-ছাত্রীদেরকে বই , খাতা-কলম , পোষাক খাদ্যসহ সবধরনের ব্যবস্থা করতেন ।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম. কম. ও এল. এল. বি. পাশ করেন । এছাড়া তিনি একই প্রতিষ্ঠান থেকে ১৯৯০ সালে বি সি এস পাশ করেন । Member of the press Team her Excellency Honorable prime minister শেখ হাসিনা । বর্তমান তিনি বহু সেবা ধর্মী প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন । লেখা লেখি জীবনে তিনি একজন ক্ষুরধার লেখক হিসাবে পরিচিত লাভ করেছেন ,অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে তিনি স্বাধীন ভাবে বাংলা দেশের ১ ম শ্রেণীর পত্রিকা গুলোতে স্বচিত্র প্রতিবেদন করেছেন । অন্যায়ের বিরুদ্ধে রুখে দাডিয়েছেন তিনি ।
বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত “দৈনিক জাতীয় অর্থনীতি ” পত্রিকার প্রকাশক ও সম্পাদক । মজার ব্যাপার হলো সরকারের ১ ম শ্রেণীর আমলাদের বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশ ও সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরায় মিথ্যা মামলায় কারা বরণ করতে হয়েছে । তিনি মিথ্যার সাথে আপোষ করেননি । রাজনৈতিক জীবনে জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতি ও তার প্রতিকৃতিকে বুকে ধারণ করে , বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সেখ হাসিনার ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন । মানুষের জীবন মানের উন্নয়ন , স্বস্থ্য , শিক্ষা , অর্থনীতি , যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছেন । ঘাত প্রতিঘাতের মধ্যদিয়ে তিনি স্ত্রী , ২ পুত্র ও ১ কণ্যা সন্তান নিয়ে ঢাকায় স্থায়ী ভাবে বসবাস করছেন ।