সোমবার (২২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জার্মানির বার্লিনে স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান টিকা গ্রহণের গুরুত্বারোপ ও এ নিয়ে সতর্ক করে বলেন, ‘এই শীতের শেষ নাগাদ জার্মানিতে সবাই হয় টিকা নেবে, সুস্থ হবে অথবা মারা যাবে।’ বিবিসি
জেনস স্পান আরো বলেন, তিনি শুরুতে করোনা টিকার বাধ্যবাধকতার বিরোধী ছিলেন। কিন্তু মানুষদের টিকা নেওয়ার ক্ষেত্রে একটি নৈতিক বাধ্যবাধকতা আছে। কারণ, এটি অন্যদের ওপর প্রভাব ফেলে।
এ বিষয়ে তিনি বলেন, ‘স্বাধীনতা মানে দায়িত্ব নেওয়া আর এই কারণেই টিকা নেওয়া সমাজের কর্তব্য’।
ইতিমধ্যেই দেশটিতে কোভিড-১৯ মহামারির চতুর্থ ঢেউ দেখা দিয়েছে। এতে নতুন করে অসংখ্য মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ৩০ হাজার ৬৪৩ জন রোগী শনাক্ত করা হয়েছে। যা এক সপ্তাহের মধ্যে ৭ হাজারেরও বেশি। বর্তমানে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্তের মধ্যে এই সংখ্যা অন্যতম শীর্ষে।
এরই মধ্যে অনেক হাসপাতালে বেড সংকট দেখা দিয়েছে। দেশটিতে কোভিড-১৯ টিকা নেওয়ার হারও অনেক কম, ৬৮ শতাংশ। যা পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে কম শতাংশের দিক দিয়ে অন্যতম। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার এই ঢেউ সবচেয়ে খারাপ পরিস্থিতি নিয়ে আসতে পারে।