নোয়াখালী চাটখিল উপজেলা জায়গা জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলা ৪ জন আহত হয়ে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যায়। তথ্য সূত্রে জানা যায়, নোয়াখালী চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের পাওড়া মিয়া বাড়ীতে জায়গা জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের অতর্কীত হামলা ঘটনাস্থলে ৪ জন আহত হলে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার ১৩/১০/২০২২ দুপুর আনুমানিক ২.০০
ঘটিকার সময় বিরোধীপক্ষের হারুন (৩৪), পিতা-আমিনুল হক, নুর হোসেন (৩৫), পিতা-লাল মিয়া, ফরিদ (৩৩), পিতা- লাল মিয়া, মামুন (৫৫), পিতা-লাল মিয়া আহত ব্যক্তিদের চলাচলের পুকুর ঘাট, টয়লেট, চলাচলের রাস্তা প্রতিবন্ধকতার সৃষ্টির জন্য ইট, বালু, রড, সিমেন্ট এনে হঠাৎ দেয়াল নির্মাণের কাজ শুরু করলে বিরোধীপক্ষের হারুনকে বর্তমানে হাসপাতালে ভর্তি মাসুদ যাতায়াতের পুকুর ঘাট, টয়লেট ও যাতায়াতের রাস্তা প্রতিবন্ধকতার সৃষ্টির জন্য ইট, বালু, রড, সিমেন্ট এনে দীর্ঘ সময়ের চলাচলের পথগুলো বন্ধ না করার জন্য নিষেধ করলে ঘটনার সূত্রপাত হয়। এতে রাস্তাগুলো বন্ধ করার জন্য মাসুদ বাধা দিলে অতর্কীতভাবে দেশীয় লাঠি, চুরি, চাকু নিয়ে হারুন ও তার সঙ্গী কিশোরগ্যাং এর অন্যান্য সদস্যরা মিলে হামলা চালায়। এতে সাথে সাথে মাহফুজসহ আরো ০৪ জন মহিলা আহত হয়। আহতদেরকে স্থানীয়রা সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিলে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দিয়ে একজনের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এই জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ভয়ে এলাকা ছেড়ে বিভিন্ন জায়গা আশ্রয় নিয়েছেন ভুক্তভোগীরা।