জিপিএ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শাহাদত নামের ওই ব্যক্তি নিজেকে শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ ও শিক্ষা মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে পরিচয় দিতেন। অভিযোগের ভিত্তিতে মুন্সিগঞ্জ থেকে শাহাদতকে গ্রেফতার করেছে গোয়েন্দারা।
জেএসসি ও এসএসসির ভিত্তিতে এইচএসসির ফলাফল পরিবর্তনের লোভনীয় প্রস্তাব দিতেন তিনি। নিজের নাম শাহাদত হলেও ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছিলেন সাইফুল তাজ নামে।
গোয়েন্দা পুলিশের সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ইউনিটের এক কর্মকর্তা জানান, ১০-১২ হাজার টাকার বিনিময়ে এমন প্রতারণা করতেন শাহাদত।
সূত্র : বিডি প্রতিদিন