1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

জিম্মিদের মুক্তির শর্তে যুদ্ধবিরতি হবে না : ইসরায়েল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

ফিলিস্তিনের গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় প্রায় ৪০০ মানুষ নিহত হয়েছে। এর মধ্যে প্রায় দেড়শ শিশু। এ নিয়ে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৪ হাজার ৬৫০ জন। এদিকে আরও ১৪টি ট্রাক মানবিক সহায়তায় গাজায় প্রবেশ করলেও তা পর্যাপ্ত নয় বলছে জাতিসংঘ। অপর দিকে জিম্মিদের মুক্তির শর্তে গাজায় কোনো যুদ্ধবিরতি হবে না বলে জানিয়েছে ইসরায়েল।
গোলাবারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাতাস। রোববার হামলার তীব্রতা বাড়ানোর ঘোষণা দেয়ার পর থেকে অঞ্চলটিতে বিরামহীন বোমা ফেলছে ইসরায়েলের সেনারা।
গত ২৪ ঘণ্টায় গাজার ৩২০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। আবাসিক অঞ্চল, হাসপাতাল, আশ্রয়স্থল কিছুই রেহাই পাচ্ছে না ইসরায়েলের আগ্রাসন থেকে। হাজার হাজার মানুষের আশ্রয়স্থল আল কুদসসহ বেশ কয়েকটি হাসপাতালে হামলা হতে পারে বলে উদ্বেগ জানানো হয়েছে।
এ অবস্থায় গাজায় অভিযান আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানান, হামাসকে পুরোপুরি শেষ না করা পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। এদিকে জিম্মিদের মুক্তি দেয়ার শর্তে গাজায় কোনও যুদ্ধবিরতি হবে না বলেও জানিয়েছে ইসরায়েল।
গাজা ছাড়াও পশ্চিম তীর এবং জাবালিয়া শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। জাবালিয়ার শরণার্থী শিবিরে বোমা বিস্ফোরণে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কয়েকশ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল বাহিনী।
যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা বহনকারী আরও ১৪টি ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। তবে বিপর্যয় সামাল দিতে এই সহায়তা পর্যাপ্ত নয় বলছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি