মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সবারই কম বেশী স্মৃতি, ছবি ও ঘটনা অবস্থান বর্ণনা রয়েছে । বিশেষ করে যারা নেতৃত্বে ছিলেন । প্রত্যেকটি সেক্টর কমান্ডার, সাব সেক্টর কমান্ডার, গ্রুপ লিডার সহ অনেক সৈনিকেরও মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ছবি ও ঘটনার বিবরণ রয়েছে ।। গত ৫০ বছরে কয়েক হাজার বইও প্রকাশিত হয়েছে। কিন্তু সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ঘটনাবলী ও ছবি তেমন একটা পাওয়া যায়না । চট্রগ্রাম বেতারে কালুরঘাট কেন্দ্রে বঙ্গবন্ধুর নামে যে ঘোষণা দেয়া হয়েছিলো সেই ঘটনার ছবি এবং বিবরণের রেকর্ড রয়েছে। সে ছবি কেবলমাত্র প্রদর্শিত হয়ে থাকে। আজকে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সে বিতর্কের অবসান নিরসন করতে পারে জিয়াউর রহমানের গড়ে তোলা রাজনৈতিক দল বিএনপি। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন সময়ের অংশগ্রহণের তথ্য উপাত্য দিয়ে একটি প্রামণ্য চিত্র তৈরী করে দেখাতে পারে জিয়া মুক্তিযুদ্ধের কোন কোন সেক্টরে কি কি কাজ করেছিলেন। সে সবের পটভুমি নিয়ে চিত্রধারণ করে ডকুমেন্ট্রি তৈরী করে ছাড়তে পারে। কেবল্মাত্র তখনই বিতর্কের অবসান ঘটতে পারে কিংবা বিতর্ক আরো জোরদার হতে পারে।
মুখ¯’, বক্তৃতার ভাষা দিয়ে জিয়াউর রহমানকে কেবল, স্বাধীনতার ঘোষক হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ভুমিকায় নায়ক বানানো যাবে না।