1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন

জুমার খুতবায় উগ্রবাদের বিরুদ্ধে বয়ান করতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, জুমার খুতবায় আলেম-ওলামাদের সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে বয়ান করতে হবে। তাদের নেতৃত্বেই দেশ থেকে সন্ত্রাস ও উগ্রবাদ দূর হবে। ইসলাম কখনোই উগ্রবাদকে সমর্থন করে না। দেশের সাড়ে ৩ লাখ মসজিদে যেসব ইমাম রয়েছেন তারাই আমাদের বড় শক্তি।
আজ মঙ্গলবার (৬ জুন) সকালে বায়তুল মোকাররম মিলনায়তনে আলেম-ওলামাদের নিয়ে আয়োজিত এক ওয়ার্কশপে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আলেমরা হলেন এ দেশের বাতিঘর। দেশের অভ্যন্তরে কতিপয় গোষ্ঠী ধর্ম নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ অপপ্রচারকে রুখে দিতে দেশের আলেম সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
ফরিদুল হক বলেন, সরকার আলেম-ওলামাদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। ইসলাম ধর্মের সঠিক প্রচারের লক্ষ্যে বর্তমান সরকার প্রতিটি জেলা-উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের লক্ষ্যে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। ইতোমধ্যে ২০০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধ, মাদক নির্মূল ও দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে ওয়ার্কশপটির আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।
এতে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. মনিরুজ্জামান ও পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি