লালমনিরহাট জেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় প্রফিট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে ৩ মাস ব্যাপী বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ভর্তি প্রচারণা কার্যক্রম শুরু করেছেন। স্থানীয় সূত্রে জানা যায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রফিট ফাউন্ডেশন দীর্ঘদিন যাবত লালমনিরহাট জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। লালমনিরহাট জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সে বেকার নারী ও পুরুষের নিকট হইতে আবেদন পত্র সংগ্রহের জন্য বিভিন্ন প্রকার প্রচার যেমন- লিফলেট বিতরণ, বিভিন্ন ইউনিয়ন মাইকিং, ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সংস্হাটি । সংস্থার নির্বাহী পরিচালক জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ২০২২ – ২০২৩ অর্থ বছরের প্রান্তিক জনগোষ্ঠীর বেসিক আইটি ট্রেনিং প্রকল্পের আওতায় প্রায় দুইশত জন বেকার নারী পুরুষকে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে।