1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন

জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুর, আটক ১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে নাসির উদ্দীন(২৫) নামের এক যুবক ভাঙচুর চালিয়েছে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি স্থানীয়দের।

শনিবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসক কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান তিনি। এ ঘটনায় তাকে বাধা দিতে গেলে ঠাকুরগাও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ গুরুতর আহত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।

 

আটককৃত নাসির উদ্দীন হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মারাধার পারুল পাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে।

পুলিশ জানায়, সকালের দিকে জেলা প্রশাসক ভবনের তালা ভেঙে নাসির উদ্দীন উপরে উঠে। এরপর একটি বেলচা দিয়ে প্রায় ৩১ টি জানালার থাই গ্লাসসহ মুজিব কর্নারের সকল গ্লাস, দরজা ভাঙচুর করে। অনেক শব্দ পেয়ে জেলা প্রশাসকের নৈশ্য প্রহরী এগিয়ে আসলে তাকেও মারপিট করার চেষ্টা চালানো হয়। পরে সে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসেন। এসময় নাসিরকে বাধা দিতে গেলে সে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদকে গুরুতর জখম করে। পরে জনগণ ও পুলিশসহ তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, এটি অনেক খারাপ একটি বিষয়। আমরা বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেব। এছাড়াও এখানে যে দ্বায়িত্বে ছিলো তার ভূমিকা কেমন ছিলো সেটিও বিবেচনা করা হবে।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জাহাঙ্গী হোসেন বলেন, এ ঘটনায় আমরা নাসির উদ্দীনকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা সেটা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি