বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। টানা ছয় ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়া টাইগারদের জন্য এই ম্যাচটিও ছিল গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প ছিল না সাকিবদের কাছে। দিল্লীতে দুই দলের এ ম্যাচে ছড়িয়েছে উত্তাপ। লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টইমড আউট করায় উত্তেজনা ছড়িয়েছে, যা মাঠের বাইরেও আলোচনা-সমালোচনা তৈরি করেছে। এদিকে ম্যাচ জয়ের টাইগার অধিনায়ক বলেছেন, যুদ্ধ জয়ের জন্য যা করা উচিত বলে মনে হয়েছে তাই করেছেন।
বাংলাদেশের বিপক্ষে ২৫তম ওভারে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হয়েছেন ম্যাথিউস। কোনো বল খেলার আগেই টাইমড আউট হয়ে গেছেন তিনি। যে হেলমেট নিয়ে নেমেছিলেন, তাতে পুরো নিরাপদ বোধ করেননি তিনি। ফলে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি এই ব্যাটার। এসবের মাঝে সময় গড়াতে থাকে, ফলে টাইগার অধিনায়ক সাকিব আবেদন করলে আম্পায়াররা আউট ঘোষণা দেন।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে গতকালের জয়ের পর সাকিব বলেন, ‘এটা আইনে আছে। আমি জানি না এটা ঠিক নাকি বেঠিক। মনে হচ্ছিল আমি যুদ্ধে আছি। আমার একটা সিদ্ধান্ত নিতেই হতো। আমাকে দলের জয় নিশ্চিত করতে হতো। সে জন্য যা দরকার তা করব। ঠিক নাকি বেঠিক, এ নিয়ে বিতর্ক হবে। যদি আইনে থাকে, তাহলে আমার এই সুযোগগুলো নিতে আপত্তি নেই।’
ম্যাথিউস যখন হেলমেট বদল করছিল তখন টাইগারদেরই একজন তাকে এমন আউটের ব্যাপারে জানিয়েছেন বলেন সাকিব। তিনি বলেন, ‘আমাদের একজন ফিল্ডার এসে বলেছে যে এই মুহূর্তে আবেদন করলে সে আউট হবে। তখন আমি আবেদন করি। আম্পায়ার আমাকে জিজ্ঞেস করেছেন আমি সত্যিই আবেদন করছি কী না, আমি আবেদন ফিরিয়ে নেব কি না। আমি বলেছি, না, যদি নিয়মে থাকে, যদি আউট হয়, তাহলে আমি আবেদন করছি। ঠিক এটাই হয়েছে।’
এদিকে ম্যাথিউসককে টাইমড আউট করা নিয়ে যে উত্তাপ ছড়িয়েছিল মাঠে তা সাকিবকে আরও ভালো খেলে অনুপ্রেরণা যুগিয়েছে বলেও জানিয়েছেন তিনি। সাকিব বলেন, ‘হ্যাঁ, এটা সাহায্য করেছে। লড়াই করার তাড়না বাড়িয়ে দিয়েছে। আমি ৩৬, লড়াইটা সাধারণত সব সময় আসে না। আজ এটা একদিক থেকে সাহায্য করেছে।’