1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে আদর্শ কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সভা অনুষ্ঠিত 

আরএম সেলিম শাহী
  • আপডেট : শনিবার, ২০ মার্চ, ২০২১
শেরপুর থেকেঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড বার্ষিক সাধারণ সভা ও এজিএম অনুষ্ঠিত হয়। ২০ মার্চ শনিবার ক্রেডিট ইউনিয়নের নিজস্ব ভবনে এ বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। আদর্শ  ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান  সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত  এ সভায় বক্তব্য রাখেন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সহসভাপতি প্রভাষক শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব  মোখলেসুর রহমান খান,  ঋনদান কমিটির আহবায়ক রাংটিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, ঋন  কমিটির আহবায়ক  আলী হোসেন পাঠান,অভ্যন্তীন নীরিক্ষা কোষ  আব্দুল মান্নান প্রমুখ। শুরুতেই সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বাদশা শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য রাখেন।  এর আগে সকালে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়।  পরে কোরআন তেলাওয়াত,   অতিথি ও সদস্যদের আসন গ্রহন, পরিচয় পর্ব শেষে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক আয় ব্যায়ের হিসাব নিকাশ প্রদর্শনের মধ্য দিয় প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষনা করা  হয়।
মধ্যাণ্য ভোজ এ সদস্য মুল্যায়নের পর দ্বিতীয় অধিবেশনের সমাপনী ও লটারির আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি