মোঃ জুলহাস উদ্দিন হিরো,স্টাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতীতে ১৭বোতল ভারতীয় মদসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২৮ অক্টোবর ( সোমবার ) রাত ৮ টার দিকে ঝিনাইগাতী সিএনজি ষ্টেন এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবক নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও ইউনিয়নের মধুটিলা পূর্ব শমুচ্চুড়া গ্রামের মোঃ মোশাররফ হোসেনের ছেলে, মোঃ রকিবুল ইসলাম (১৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে যানা যায়, সোমবার রাত ৮ টার দিকে পাচারের উদ্দেশ্য স্কুল ব্যাগ ভর্তি মদ নিয়ে ঝিনাইগাতী সিএনজি স্টেশনে আসে।
এ-সময় তার ব্যাগ দেখে লোকজনের সন্দেহ হলে তার ব্যাগটি চেক করে ভারতীয় মদ দেখতে পেয়ে স্থানীয় লোকজন রকিবুল ইসলাম কে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৭ বোতল ভারতীয় মদসহ তাকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়ে