1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন

টাইগারদের জন্য ৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা পাপনের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

দক্ষিণ আফ্রিকাকে সেদেশের মাঠে ওয়ানডে সিরিজ হারানোয় উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের সঙ্গে কথা বলে তাৎক্ষণিকভাবে ৩ কোটি টাকা (বোনাস) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে অবস্থান করা বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জালাল ইউনুস বলেন, ‌‘আমার স্পিকার (মোবাইলের) অন করে দিয়েছিলাম। মাননীয় সভাপতি (নাজমুল হাসান) সাহেব পুরো দলের সাথে কথা বলেছেন। সবাই খুশি। মাননীয় প্রধানমন্ত্রীও খেলা দেখেছেন। উনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। সবাই আনন্দিত, এটা অবিশ্বাস্য জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতলাম, এতে সবাই আনন্দিত, বলার অপেক্ষা রাখে না।’

‘একটা ঘোষণা ছিল এখানে। খেলোয়াড়রা তাৎক্ষণিক একটি ঘোষণা শুনতে চেয়েছিল। মাননীয় সভাপতি ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য,’- বলেন তিনি।

গতকাল সিরিজের তৃতীয় ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পায় তামিম ইকবালের দল। এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে টাইগারদের বোলিং তোপের মুখে মাত্র ১৫৪ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দল ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়।

এদিন লিটন-তামিম জুটি প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের করা ৯৫ রানের পার্টনারশিপের রেকর্ড ভেঙে গড়লেন ১২৭ রানের পার্টনারশিপের রেকর্ড। লিটন দাস ব্যক্তিগত ৪৮ রানে সাজঘরে ফিরলেও টাইগার অধিনায়ক তামিম সাকিবকে সঙ্গে নিয়ে খেলা শেষ করে মাঠ ছাড়েন। এর আগে ৮২ বল খেলে ১৪টা চারের মারে ৮৭ রান করেন। অপরপ্রান্তে সাকিব করেন ১৮ রান। সিরিজ নির্ধারণী ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। একই সাথে সিরিজ সেরাও হন তিনি।

এদিন আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি প্রোটিয়ারা। মালান ডি ককের শুরুটা ভালোই ছিল। তবে মেহেদী মিরাজ আগের ম্যাচের ম্যাজিকাল ডি কককে সেঞ্চুরিয়নে সুবিধা করতে দেননি। তারপর এগিয়ে আসেন বাংলাদেশর পেস বিপ্লবের অগ্রনায়ক তাসকিন আহমেদ, ধারাবাহিক আঘাতে কোণঠাসা প্রোটিয়ারা।

ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেটের মাইলফলকে তাসকিন। সাকিবও থাকলেন দারুণ কিপটে মুডে, সাথে দুই উইকেট। শরীফুলও চোখে পড়ার মতো ভালো বল করেছেন। সবমিলিয়ে প্রথম ওয়ানডের মতো শেষ ওয়ানডেতেও দারুণ টিমওয়ার্ক বোলিংয়ে। পেস-স্পিন মেলবন্ধন। দশেমিলে করা কাজের ফলটাও হলো দারুণ, ১৫৪ রানের বেশি যাওয়া হলো না প্রোটিয়াদের।

পরের গল্প কেবল স্বর্গীয়! সেঞ্চুরিয়নে নেমে এলো এক রূপকথার রাত, প্রোটিয়া ডেরায় রচনা হলো টাইগারদের স্বর্গীয় নীড়। যে নীড় গড়তে সাকিব পরিবারের চার সদস্য অসুস্থ থাকার পরও দেশে ফেরেননি, তাসকিন যে ম্যাচে খেলেছেন আইপিএলে খেলার মতো লোভনীয় প্রস্তাব হেলায় ফিরিয়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি