আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প করতে ভারতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল- মাস খানেক আগে জানা গিয়েছিল। তবে এখনো যেহেতু বিশ্বকাপের সূচি প্রকাশ হয়নি সে কারণে নিজেদের ঘরের মাঠেই ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার মিরপুর শের-ই বাংলার মাঠে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এ সময় তিনি বলেন, ‘স্কিল ট্রেইনিং হবে শুরুতে, ১০-১২ দিনের মতো। প্রাথমিকভাবে আমাদের চিন্তা আছে সিলেট না হয় চট্টগ্রামে। এরপর যেটা হবে সেটা অনুশীলন সেশন, সেটা ঢাকাতেই হওয়ার সম্ভাবনা আছে। পুরো আগস্টজুড়েই হবে ক্যাম্প।’
জালাল ইউনুস আরও বলছেন, ‘বগুড়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, ভেন্যুটি নিয়ে কিছু সমস্যা আছে। ড্রেসিংরুম ঠিক নেই, মাঠের বাইরে-ভেতরে পর্যাপ্ত উন্নয়ন প্রয়োজন। এটাতে সময় লাগবে, তাই বগুড়াতে ক্যাম্প হওয়ার সম্ভাবনা কম।’