1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ফের এক নম্বরে সাকিব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

বিশ্ব ক্রিকেটে লম্বা সময় তিন ফরম্যাটেই অলরাউন্ডার র‍্যাংকিংয়ে এক নম্বরে ছিলেন সাকিব আল হাসান। ২০১৯ সালে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ায় সাকিবের সেই রাজত্বে হানা দিয়েছেন অন্যরা। তবে ধীরে ধীরে ফের শীর্ষস্থান দখলে নিচ্ছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার।

আইসিসির সবশেষ প্রকাশিত আপডেট অনুযায়ী, টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ফের এক নম্বর স্থানে ফিরেছেন সাকিব। আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নাবিকে সরিয়ে মুকুট ফেরত পেলেন তিনি। বর্তমানে ২৪৮ রেটিং নিয়ে এক নম্বরে অবস্থান করছেন সাকিব।

ওয়ানডে ফরম্যাটে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে দীর্ঘদিন ধরেই এক নম্বরে অবস্থান করছেন সাকিব। সেখানে তার রেটিং ৩৭২ পয়েন্ট। এছাড়া টেস্টে ৩২৮ রেটিং নিয়ে সাকিবের অবস্থান চতুর্থ। এই ফরম্যাটে সাকিবের সামনে রয়েছেন রবিন্দ্র জাদেজা (৩৮৪), বেন স্টোকস (৩৬২) ও রবিচন্দ্রন অশ্বিন (৩৩৫)।

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে গত সপ্তাহের আপডেটে ২৫২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন নাবি। কিন্তু এশিয়া কাপের সুপার ফোরে ব্যর্থতার পরিচয় দেওয়ায় ৬টি রেটিং পয়েন্ট হারিয়েছেন নাবি। সেই সুযোগ ২৪৮ রেটিং নিয়ে একে উঠেছেন সাকিব। এখন নাবি ও সাকিবের মধ্যে পার্থক্য মাত্র ২ পয়েন্টের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি