মাইক্রো ব্লগিং সাইট টুইটারের কোনো গোপন তথ্য ফাঁস হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। এ বিষয়ে কর্মীদের সতর্কতামূলক চিঠি দিয়েছেন তিনি।
ইলন মাস্ক চিঠিতে লিখেছেন, টুইটারের গোপন তথ্য ফাঁস হওয়ার কিছু প্রমাণ আমাদের কাছে এসেছে। কিছু কর্মী প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী কাজ করছেন। তারা কোম্পানির নীতির বিরুদ্ধে গিয়ে তথ্য গোপন রাখার চুক্তি ভেঙেছেন।
শেষবারের মতো আমি বলতে চাই, যারা স্পষ্ট ও ইচ্ছাকৃত কোম্পানির এনডিএ লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যারা দোষী প্রমাণিত হবেন তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে।
ভুল করে কেউ কোনো তথ্য দিয়ে থাকলে ক্ষমার ব্যবস্থা রেখেছেন টেসলার মালিক। তিনি বলেন, তারপরও যদি কেউ গণমাধ্যমে কোনো তথ্য পাঠিয়ে থাকেন, তারা শাস্তির আওতায় পড়বেন।
এ বিষয়ে তিনি কর্মীদের একটি অঙ্গীকারে স্বাক্ষর করতে বলেন। যারা এ হুঁশিয়ারি বুঝতে পেরেছেন তাদের শনিবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল পাঁচটা পর্যন্ত অঙ্গীকার নামায় সই করার সময় দিয়েছিলেন ইলন মাস্ক।