1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ কলেজছাত্রের

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ঘন কুয়াশার মধ্যে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন।

রোববার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরে শেখ হাসিনা সেতুতে  এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার শুনশি গ্রামের অমর সেতাব আলীর ছেলে শাকিল আহমেদ (১৯) ও কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে মাসুম মিয়া (১৯)। নিহতরা পাকুটিয়া কলেজের একাদশ শ্রেণির প্রথমবর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোখাদ্য ভর্তি একটি ট্রাক ঢাকা থেকে নাগরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি কেদারপুর এলকায় শেখ হাসিনা সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। কুয়াশার কারণে সেতুর এপার থেকে ওপার দেখা যাচ্ছিল না। এতে মোটরসাইকেলের চালক ও ট্রাক চালক একে অপরকে দেখতে না পারায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুইজন আরোহীর মৃত্যু হয়েছে।

নাগরপুর থানার উপপরিদর্শক (এস আই) মোতাসির বিল্লাহ বলেন, ঘটনাস্থলে গিয়ে দু’জনের মরদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি