1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভিজিএফের ৯৯ বস্তা চাল উদ্ধার, আটক – ২ জন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় একটি গোডাউন থেকে প্রায় ৯৯ বস্তা (২৯৫০ কেজি) ভিজিএফের চাল উদ্ধার করেছে পুলিশ। ঈদ উপলক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে দুস্থ ও গরিব মানুষের মাঝে ১০ কেজি করে বিশেষ ভিজিএফের চাল বরাদ্দ করেছে খাদ্য মন্ত্রণালয়। সরকারের বরাদ্দ এই চাল নিয়ে বিভিন্ন জায়গায় কারসাজির অভিযোগ পাওয়া যাচ্ছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সেবু লালের হাস্কিং মিলের গোডাউনে অভিযান চালিয়ে এ চাল জব্দ করে পুলিশ। এ সময় চাল কালোবাজারির সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- রানীশংকৈল উপজেলার বনগাঁও গ্রামের আদের বকসের ছেলে নুর আলম (৫৫) ও বলিদ্বারা গ্রামের সেবুলাল রায়ের ছেলে অনুপ রায় (২৬)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান তাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, আসামিদেরকে ২০ মার্চ রাতে ঠাকুরগাঁও জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি