1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে আগাম ধান কাটার উৎসব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় আগাম জাতের ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে । কৃষক-কৃষানিরা নতুন ধান কাটা, মাড়াই ও সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন । ধানের জমিতে আগাম জাতের আলু চাষেরও প্রস্তিুতি নিচ্ছেন তারা । ঠাকুরগাঁও জেলার ৫ টি উপজেলায় চলতি আমন মৌসুমে আগাম জাতের রোপা আমন ধান কাটার উৎসব শুরু হয়েছে । ধান কেটে মেশিন দিয়ে মাড়াই করে বিক্রি করছেন চাষিরা । ধান কেটে মাঠেই সকাল ও দুপুরের খাবার খাচ্ছেন শ্রমিকরা । বাজারে ১০০০-১৩০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি মণ ধান। ধান বিক্রির টাকায় আলু চাষ করতে পারছেন ।
এ কারণে তারা খুশি । কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে জেলায় আমন ধান আবদ হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৫৬০ হেক্টর জমিতে। এর মধ্যে বিভিন্ন আগাম জাতের ধানের চাষ হয়েছে প্রায় ১৫ হাজার হেক্টরে। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও জেলায় আগাম আমন ধান কাটা শুরু হয়েছে।
বিশেষ করে স্বল্পমেয়াদি ধান কাটা-মাড়াই চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি