1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও‌য়ে বজ্রপাতে দুই দিনে চারজনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

ঠাকুরগাঁও জেলা প্রতি‌নি‌ধি: ঠাকুরগাঁওয়ের সদরএর বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কালাম মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৬টার দিকে সদ‌রের গুঞ্জরগড় গ্রামের পাশের এক বিলে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক র‌কিবুল আলম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত কালাম মিয়া গুঞ্জরগড় এলাকার বা‌সিন্দা। এ নিয়ে দুই দিনে এ জেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হলো।ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ তরুণের মৃত্যুঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ তরুণের মৃত্যু
কালাম মিয়ার প্রতিবেশী এম এ সালাম রুবেল বলেন, আজ সকালে কালাম‌ মিয়া গ্রামের পাশের বিলে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তি‌নি আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালাম মিয়াকে মৃত ঘোষণা করেন।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা ও বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও ৯ জন। দগ্ধদের মধ্যে ছয়জনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি