ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে দিন দিন করোনা পরিস্থিতি ভয়াবহ রূপধারণ করছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ২৪ ঘন্টায় ১৮৮ জনের শরীরে করোনা সনাক্ত হয়। নতুন ৩ জনের মৃত্যুসহ মোট ৬৩ জন আক্রান্ত রোগী মারা যান।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার হতে প্রাপ্ত কয়েকদিনের পঞ্জীভূত নমুনা পরীক্ষার রিপোর্ট, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের (পিসিআরটেস্ট), সিডিসি জিন এক্সপার্ট টেস্ট, সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতালসমূহে এন্টিজেন টেস্টের রিপোর্ট অনুযায়ী জেলায় নতুন করে ৬শটি নমুনা পরীক্ষা করে ১৮৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। এর মধ্যে সদর উপজেলায় ১২৬, রানীশংকৈল উপজেলায় ১৭, বালিয়াডাঙ্গী উপজেলায় ১৯, পীরগঞ্জ উপজেলায় ২০ জন এবং হরিপুর উপজেলায় ৬ জনের করোনা শনাক্ত
হয়। জেলা মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৭২০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬৮২ জন। আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মৃত ব্যক্তির মধ্যে সদর উপজেলার ৮০ বছর বয়সী একজন পুরুষ, পীরগঞ্জ উপজেলার ৭০ বছর বয়সী একজন নারী ও রাণীশংকৈল উপজেলার ৬০ বছর বয়সী নারী রয়েছেন। জেলা এ পর্যন্ত মোট ৬৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।