ঠাকুরগাঁওয়ে দুই দিনব্যাপী কোভিড-১৯ ও তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল রোববার মানব কল্যাণ পরিষদের ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়।
এমকেপির আয়োজনে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় “ইনসিওরিং পিপলস্ পার্টিসিপেশন অন পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট পলিসি অফ কোভিড-১৯ সিচিউশেন ইন নর্দান বাংলাদেশ” প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখাওয়া ও তোড়িয়া ইউনিয়নের সূশীল সমাজ গ্রুপের সদস্যদের অংশগ্রহনে ৬-৭ নভেম্বর প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রকল্প ম্যানেজার সাদেকুল ইসলাম, রিসার্চ অফিসার রাকিবা ইয়াসমিন, উপজেলা প্রকল্প অফিসার রহমত আলী, সহকারী অফিসার শিরিনা ইয়াসমিন, কায়সার আলী প্রমুখ।
বক্তারা কোভিড-১৯ পরিস্থিতিতে সকলের প্রাপ্য সেবা এবং করনীয় বিষয়গুলো জানিয়ে দেওয়ার মাধ্যমে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আহবান জানানো হয়।