খাদেমুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকার এক কৃষকের ধান ক্ষেতে আগাছা নাষক বিষ স্প্রে করে বোরো ধান নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ধান ক্ষেত নষ্ট হওয়ায় দিসেহারা হয়েপড়েছে জমির মালিক কৃষক অমর ফারুক।
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি গ্রামের কৃষক অমর ফারুকের ধান ক্ষেত সরজমিনে পরিদর্শন করে দেখা গেছে, কৃষক অমর ফারুকের ৩০ শতক জমির বোরো ধান আগাছা নাষক বিষ স্প্রে করে নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষরা এ ব্যাপারে কৃষক অমর ফারুক জানায় একই এলাকার মোঃ বাদল, পিতা: মৃত- হাসমত আলী, মোঃ খোকন, পিতা: আব্দুল সাত্তার, মোঃ আলী হোসেন, পিতা: আব্দুস সামাত গং এর সাথে উক্ত জমি নিয়ে বিরোধ চলছে। এই জমি নিয়ে বিরোধের জের ধরে গত ১৮/৪/২০২৪ইং আনুমানিক রাত ৩:০০ ঘটিকার সময় প্রতিপক্ষ জমিতে আগাছা নাষক বিষ স্প্রে করে ধান ক্ষেত নষ্ট করে দিয়েছে। প্রতিবেশি বিল্লাল হোসেন জানায় আনুমানিক রাত ৩:০০ ঘটিকার সময় কুকুরের ঘেউ ঘেউ শব্দে আমার ঘুম ভাঙ্গলে আমি জমিতে টর্চ লাইটের আলো দেখে এগিয়ে যাই গিয়ে দেখি বাদল স্প্রে মেশিন দিয়ে স্প্রে করছে এবং ৪/৫ জন জমির চারপাশে ঘোড়াফেরা করছে। আমার উপস্থিতি বুঝতে পেরে তারা দূত পালিয়ে যায়। কৃষক অমর ফারুক জানায় এ ব্যাপারে কৃষি উপ-সহকারী কমকর্তাকে জানান হয়েছে। আমার ধান ক্ষেত প্রায় ধান বের হওয়ার সময় হয়েছিল। এই সময় আমার ধান ক্ষেত নষ্ট করা হয়েছে। আমি ব্যাপক ক্ষতির সম্মক্ষিণ হয়েছি। আমি প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।