ঠাকুরগাঁও প্রতিনিধি : গত ১৫ জুলাই ২০২৪ পুলিশ কর্তৃক ঠাকুরগাঁও জেলায় আইন শৃঙ্খলা রক্ষার্থে পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মোট ৯৫ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ৪৩৫ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ মোট ০৯ জনকে গ্রেফতার করা হয়।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জগন্নাথপুর ইউপির অন্তর্গত চন্ডিপুর গ্রামস্থ মোঃ তরিকুল ইসলাম (৩০)এর বসত বাড়ির ভিতর থেকে ১৫ (পনের) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বড় পলাশবাড়ী ইউপির অন্তর্গত কৈকুড়ি গ্রাম হতে মোঃ নাসিরুল এর বসত বাড়ির ভিতর থেকে ৫০ (পঞ্চাশ) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
হরিপুর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান এ আমাগাঁও ইউপির অন্তর্গত নন্দগাঁও (দক্ষিনপাড়া) গ্রাম এর কাঁচা রাস্তার উপর থেকে ২০ (বিশ) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ আসামি মোঃ এসএম মনোয়ার হোনেস মিঠুন (৩২) কে গ্রেফতার করা হয়।
পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক বৈরচুনা ইউপির অন্তর্গত বৈরচুনা বাজার এ গাঁজা ক্রয় বিক্রয়ের সময় ২৭০ (দুইশত সত্তর) গ্রাম শুকনো গাঁজা ও মাদক বিক্রয়ের ৩৪৭০/- টাকা জব্দসহ মোঃ মানিক হোসেন (৩৭) ও সম্পদ (২২) এবং মোঃ আফসার (২৩) কে গ্রেফতার করা হয়।
পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এখতিয়ারপুর খালপাড়া গ্রামস্থ রফিক (২৮), পিতা- মোঃ বুধু এর বসত বাড়ির ভিতর থেকে ৫৫ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
রাণীশংকৈল থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান এ লেহেম্বা ইউপির অন্তর্গত ওমরাডাঙ্গী পদমপুর মধ্যপাড়া গ্রামস্থ মোঃ জারদিস আলী (৪৮) এর বসতবাড়ীর ভিতর থেকে ১১০ (একশত দশ) গ্রাম শুকনো গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ- ৬৩০/- টাকা জব্দসহ তাকে এবং সহযোগী মোঃ শাহা আলম গলু (৪৫) কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।