মোঃ মশিউর রহমান: গত ২১/০৬/২০২৪ খ্রি. ঠাকুরগাঁও জেলায় আইন শৃঙ্খলা রক্ষার্থে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মাদক উদ্ধারসহ মোট ০৫ জনকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করে পীরগঞ্জ থানাধীন ০৮নং দৌলতপুর ইউপির অন্তর্গত বাঁশগাড়া গ্রামস্থ জনৈক বিপ্লবের বিএসবি নামীয় ইট ভাটার সামনে দৌলতপুর গ্রাম হতে বাঁশগাড়া গ্রাম গামী পাঁকা রাস্তার উপর সন্দেহভাজন ব্যক্তি মোঃ মনির হোসেন (৪৪), সাং- দৌলতপুর, থানা- পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁও এর দেহ তল্লাশি করে ১৪৪(একশত চুয়াল্লিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে বালিয়াডাঙ্গী বাজার হতে বালিয়া বাজারগামী পাকা রাস্তার সর্ব মংগলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন আসামি মোঃ সোহেল (৩০), সাং- সর্ব মংগলা, থানা- বালিয়াডাংগী, জেলা- ঠাকুরগাঁও এর নিকট হতে মাদক সহ গ্রেপ্তার করা হয়।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে উক্ত থানাধীন ১০ নং জামালপুর ইউপির অন্তর্গত শিববাড়ী সাকিনস্থ শিববাড়ী হতে বড়পুগী গ্রামে যাওয়ার রাস্তায় জনৈক কাশেম ওরফে ভেজাল কাশেমের মিল চাতাল এর সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক উদ্ধারসহ আসামি ১. মোঃ মেহেল ওরফে মেহেদী (২০), এবং ২. মোঃ সালাউদ্দীন (১৯), সাং- পশ্চিম পারপুগী উত্তরপাড়া, উপজেলা/থানা- ঠাকুরগাঁও সদর, জেলা- ঠাকুরগাঁওদ্বয়কে গ্রেফতার করা হয়।
রাণীশংকৈল থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে উক্ত থানার রাণীশংকৈল পৌরসভার অন্তর্গত ০৭ নং ওয়ার্ড বাঁশবাড়ি গ্রামস্থ রাণীশংকর শান্তির মোড় হতে হরিপুর গামী পাকা রাস্তার পার্শ্ব হতে মাদক উদ্ধারসহ আসামি মোহাম্মদ রবিউল ইসলাম (২২), সাং- দলগাঁও, ৪ নং হরিপুর ইউপি, থানা- হরিপুর, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিজ নিজ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।