ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে চুরি হওয়া তিন মাস বয়সী শিশু সায়ান আহমেদকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১২ মার্চ) গাজীপুর জেলার শ্রীপুরের মুলাইদ গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে র্যাব-১ ও র্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নুলতলা গ্রামের মো. শামসুদ্দিনের মেয়ে সোনালী আক্তার শিরিন (২০), তার স্বামী মো. রাজু কবিরাজ (২২), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের মো. আক্কাস আলীর ছেলে মো. লিটন মিয়া (৩৫) এবং লিটন মিয়ার স্ত্রী লাভলী বেগম (৩২)।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ দুপুরে তিন মাস বয়সী শিশুটিকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পর দিন ১০ মার্চ রাত ৯টার দিকে শিশুটির মা ওয়ার্ডের ভেতর অপরিচিত এক নারীর কাছে সন্তানকে রেখে ওয়াশরুমে যান। ফিরে এসে দেখেন সেই নারী ও শিশুটি নেই।
এই ঘটনায় শিশুটির বাবা শিমুল ইসলাম ঠাকুরগাঁও সদর থানায় একটি অপহরণ মামলা করেন। বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে র্যাব-১ ও র্যাব-১৩ ও ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল যৌথভাবে অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, অভিযুক্তরা গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় আত্মগোপনে রয়েছেন। এর পর সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধার করে।
শিশুটির মা হাসি বেগম বলেন,দুদিন আমার কি অবস্থা হয়েছিল যা বলার ভাষা নেই আমার। পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্যরা কেউ আমার বাচ্চার জন্য ঘুমাতে পারেনি। তারা অক্লান্ত পরিশ্রম করে আমার বাচ্চাটিকে উদ্ধার করেছে। তারা এভাবেই যেন নিরলসভাবে কাজ করে মানুষের নিরাপত্তা দিতে পারেন।
শিশুটির বাবা শিমুল ইসলাম বলেন, পুলিশ ও র্যাবকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অনুরোধ করে বলছি- আসামিরা যাতে কোনোভাবেই ছাড়া না পায়। আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই।
ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বলেন,র্যাব-১, র্যাব-১৩ ও জেলা পুলিশের অভিযানে গাজীপুর থেকে চুরি হওয়া শিশু সায়ানকে উদ্ধার করা হয়েছে। বুধবার র্যাব আসামিসহ শিশুটিকে আমাদের কাছে হস্তান্তর করে। পরে আমরা শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করি। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে ৪ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।