জেলা প্রতিনিধি গাজীপুর : গাজীপুরের বিআরটিসি গেট সংলগ্ন ডাম্পিং ১ ইউনিট। যেখানে গেলে দেখা মিলবে বিস্তর মাঠে এভাবেই অযত্নে অবহেলায় পড়ে আছে হাজার হাজার অটোরিকশার সিট এবং অনেক বাস, সিএনজি, মোটরসাইকেল সহ অনান্য যানবাহনগুলো। এগুলোর কোনটার হয়তো সঠিক কাগজ নেই আবার কোনটার ট্রাফিক আইন অমান্য থেকে শুরু করে লকডাউনের খেসারত। গাজীপুরের চৌরাস্তা থেকে ঢাকা রোডের সাইনবোর্ড পর্যন্ত, চৌরাস্তা হতে বাসন থানার সীমানা আর ময়মনসিংহ রোডের রাজেন্দ্র পুর পর্যন্ত। এদিকে চৌরাস্তা হতে তিন সড়ক, শীববাড়ী, রেলক্রসিং, জোড়পুকুর পর্যন্ত হলো ডাম্পিং ১ এর আওতাধীন এলাকা। এই সমস্ত রোডের গাড়ির কাগজপত্রের সমস্যার কারনে আটককৃত গাড়ি গুলোর ঠিকানা হয় ডাম্পিং ১ এর ইউনিটে। এখানে সাধারণত বিভিন্ন মেয়াদের শাস্তি সরুপ গাড়ি গুলো রাখা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় অনেক গাড়ী ঝং ধরে গেছে এবং নস্ট হয়ে যাচ্ছে। সর্বশেষ লকডাউন এবং এই মাসের হিসাবে জানতে চাইলে কথা হয় দ্বায়িত্বে থাকা কনস্টেবল মোঃ মনির হোসেন এর সাথে। তিনি বলেন আমরা এখানে ৫ জন দ্বায়িত্ব পালন করি সময় মেনটেন করে। একজনের দ্বায়িত্ব শেষ হলে আরেকজনের কাছে সমস্ত হিসাব বুজিয়ে দেয়া হয়।