নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরায় ডিএনডি খালে নিখোঁজের ১৭ ঘণ্টা পর আকাশি (১৩) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মার্গে পাঠানো হয়েছে।’
স্থানীয়রা জানান, বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ডেমরার বামৈল এলাকায় ডিএনডি খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আকাশি। স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধারে চেষ্টা করেন। তারা না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন রাত ১০টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালায়। আকাশিকে না পাওয়ায় আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালায়। সাকলে আধা ঘণ্টার চেষ্টায় তারা আকাশির মরদেহ উদ্ধার করে। আকাশির বাবার নাম আনোয়ার হোসেন। তাদের বাড়ি জামালপুরের নালিতাবাড়ী। আকাশি মা-বাবার সঙ্গে ডেমরার বামৈল এলাকায় থাকত।